ঢাকা, শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভে উত্তাল মধুখালী, মহাসড়ক সড়ক অবরোধ

ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে হিন্দু সম্প্রদায় কর্তৃক দুই সহোদরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক ৩ ঘন্টা ধরে অবরোধ করে রাখে সর্বস্তরের জনগণ। এদিকে তাদের সড়ক থেকে ছাত্রভঙ্গ করতে পুলিশ চেষ্টা করে তখন কয়েকজন আহত হাসপাতালে হচ্ছে ভর্তি রয়েছে।

মঙ্গলবার সকাল ঢাকা খুলনা মহাসড়কের মধুখালীর বাগাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ৯ টার দিকে মধুখালী রেলগেট এলাকার ঈদগাহ মাঠে প্রায় ১০ হাজার জনসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বস্তরের জনগণ এই ব্যানারে পঞ্চ পল্লীতে হিন্দু সম্প্রদায় কর্তৃক নির্মমভাবে দুই সহোদরকে পিটিয়ে নির্মমভাবে হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা মানববন্ধন শেষে প্রায় ১০ হাজার মানুষ মিছিল সহকারে বিক্ষোভ নিয়ে করতে করতে মহাসড়ক ধরে ডুমাইনের পঞ্চপল্লী এলাকার দিকে এগিয়ে যেতে চায়।

এ সময় পুলিশ তাদের বাগান বাজার এলাকায় বাধা দেয় পরে তারা সেখানে অবস্থান নেয়।

সকাল সাড়ে নয়টা থেকে তারা ঢাকা খুলনা মহাসড়কের ওই স্থানে অবস্থান নিলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে খবর পেয়ে ফরিদপুরে অবস্থানরত বিজিবি ঘটনা স্থলে আসলে পুলিশ তাদেরকে সরাতে চেষ্টা করে এ সময় কয়েকজন আহত হয়।

তাৎক্ষণিকভাবে কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। জেলা প্রশাসন, পুলিশ বিজিবি ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।