ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশখালীতে ৪ সাংবাদিকের ওপর হামলা ক্যামেরা ভাংচুর ঘটনায় বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ

কক্সবাজারের মহেশখালীতে ডাঃ ওসমানের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী কর্তৃক দৈনিক জনকণ্ঠের মহেশখালী প্রতিনিধি ফারুক ইকবাল,দৈনিক ইনানীর প্রতিনিধি আ ন ম হাসান, দৈনিক কক্সবাজার বার্তার প্রতিনিধি এস এম রুবেল ও দৈনিক মেহেদী পত্রিকার উপজেলা প্রতিনিধি এ কে রিফাতের উপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে পেশাগত দায়িত্বপালনকালে এ হামলা ও ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটায় বলে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির স্থানীয় নেতৃবৃন্দ নিশ্চিত করেন।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের নিকট দাবি করেছেন।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনকালে এরুপ হামলা , ক্যামেরা ভাংচুর গণমাধ্যমের ওপর হুমকিস্বপরুপ। সাংবাদিকদের ওপর যেকোন ধরনের হামলা গণমাধ্যম ও সাংবাদিকদের ভাবিয়ে তোলে।