English খোঁজ করুন… প্রচ্ছদ জাতীয় রাজনীতি আইন ও আদালত সারাবিশ্ব স্পোর্টস ক্যাম্পাস বিনোদন প্রবাসে বাংলা জেলার খবর অন্যান্য… প্রচ্ছদ / ভিন্ন স্বাদের খবর / বিস্তারিত প্রিন্ট কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কামড়, মুখে ৪০টি সেলাই

রবিবার, ১৯ জানুয়ারি ২০২০ | ৭:৩৯ পূর্বাহ্ণ | 93 বার

English খোঁজ করুন…     প্রচ্ছদ জাতীয় রাজনীতি আইন ও আদালত সারাবিশ্ব স্পোর্টস ক্যাম্পাস বিনোদন প্রবাসে বাংলা জেলার খবর অন্যান্য… প্রচ্ছদ / ভিন্ন স্বাদের খবর / বিস্তারিত  প্রিন্ট    কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কামড়, মুখে ৪০টি সেলাই

কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এক তরুণী পড়েছেন বিপদে। সেই কুকুর কামড়ে তরুণীর মুখ ছিঁড়ে দেয়, সাথে সাথে সেখানে রক্তবন্যা শুরু হয়। ক্ষত এতটাই গভীর যে মুখে ৪০টি সেলাই পড়েছে।

ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, ১৭ বছরের ওই তরুণীর পোষ্য জার্মান শেফার্ডটির নাম অ্যালসিসিয়ান। ওই কুকুরটির সঙ্গেই সেলফি তুলতে চেয়েছিলেন তিনি।

তবে লওরা স্যানসোন নামের ওই তরুণী যখন সেলফি তুলতে যান তখন কুকুরটি তার ‍মুখে কামড় বসিয়ে দেয়। এ ঘটনারই শুরু হয় ‘রক্তবন্যা’। ওই সময় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ৪০ টি সেলাই দেয়া হয়।

ওই ছবি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয়েছে। তবে কুকুরটি কেন এমন আচরণ করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশনা

Design & Developed by: Ifad Technology