ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। যদিও করোনা সংকটের কারণে এই আয়োজন কিছুটা সীমিত। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

মাছরাঙা

সন্ধ্যা ৬টায় প্রচার হবে নাটক: ঠগ। রচনা: লিটু সাখাওয়াত। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: আ খ ম হাসান, নাদিয়া আহমেদ প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: কাঁটা। রচনা ও পরিচালনা : আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, মিথিলা প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে নাটক: কালু সুইপার। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: জাহিদুর রহমান। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে নাটক: পান সুপারি।

চ্যানেল আই

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কক্সবাজারে কাকাতুয়া। রচনা: ফরিদুর রেজা সাগর। পরিচালনা: আফজাল হোসেন। অভিনয়ে: আফজাল হোসেন, সুমন প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: বায়ুচড়া। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সালাউদ্দিন লাভলু। অভিনয়ে: সালাউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক: রক্তের ঋণ। রচনা: প্রত্যয় হাসান। পরিচালনা: মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে: অপূর্ব, মেহজাবিন প্রমুখ।

এটিএন বাংলা

সকাল ৯টায় প্রচার হবে নাটক: শওকত সাহেবের গাড়ী কেনা। রচনা ও পরিচালনা: হুমায়ূন আহমেদ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: দৌড়ের উপর। রচনা: পারভেজ ইমাম, পরিচালনা: সোহেল তালুকদার। অভিনয়ে: মীর সাব্বির, নাদিয়া, আ খ ম হাসান, সামিনা বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, ওবিদ রেহান, শফিক খান দিলু, আশরাফ কবীর প্রমুখ। রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নাটক: কম খরচে ভালোবাসা। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: তাহসান, সারিকা প্রমুখ। রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: পিলিয়ার। রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, তানজিকা, আরফান, শাহনাজ খুশি, শামীম জামান, মাহা, বৃন্দাবন দাস, সামিনা, আমানুল হক হেলাল প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: পাসওয়ার্ড ফেরত চাই। রচনা: মো. সাইফুর রহমান কাজল, পরিচালনা: বি ইউ শুভ।

এনটিভি

সকাল ৯টায় প্রচার হবে নাটক: ফড়িং জীবন। রচনা ও পরিচালনা: গৌতম কৈরী। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, উর্মিলা শ্রাবন্তী কর, রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শেফালির প্রেমিকেরা। রচনা: কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে নাটক: গরম ভাতের গন্ধ। রচনা: ইসরাত আহমেদ। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, মম, সাবেরী আলম, মাসুম বাশার, শেলী আহসান, মাহাবুব, মুক্ত, আনিকা সুপ্ত প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: কাঁটা হেরি ক্ষান্ত কেন। রচনা: বৃন্দাবন দাশ। পরিচালনা: দীপু হাজরা। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে নাটক: বিদ্রোহী প্রেমিক। রচনা: মতিন সাগর। পরিচালনা: নাজমুল হাসান। অভিনয়ে: কেয়া পায়েল, মুশফিক ফারহান প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক: ৩০০ টাকার প্রেম ১০০ টাকা। চিত্রনাট্য: মুনতাহা বৃত্তা। পরিচালনা: আলমগীর রুমান। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, জয়রাজ, মাহাবুব রহমান প্রমুখ।

দীপ্ত টিভি

বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: আলিবাবা ও চালিচার, পরিচালনায়: অনিমেষ আইচ, অভিনয়ে: নূর ইমরান মিঠু, ভাবনা, সোহেল। সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক: কুসুম বিউটি পার্লার, পরিচালনায়: মেহেদী বিন আশরাফ, অভিনয়ে: সালাউদ্দিন লাভলু, মৌসুমী মৌ, কচি খন্দকার। রাত ৮টায় প্রচার হবে নাটক: রিভার্স, পরিচালনায়: মাবরুর রশীদ বান্না, অভিনয়ে: তৌসিফ, সাফা। রাত ১০টায় প্রচার হবে শর্টফিল্ম: প্রাইভেট কোচিং, পরিচালনায়: তানিম রহমান অংশু, অভিনয়ে: মনোজ প্রমানিক, সাইমা স্মৃতি। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: ওয়াকআপ কল, পরিচালনায়: শাফায়েত মানসুর রানা, অভিনয়ে: সাবিলা নূর। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে নাটক: পাঁচ ভাই চম্পা, পরিচালনায়: মিফতা, অভিনয়ে: তৌসিফ, পায়েল। রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে নাটক: মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, পরিচালনায়: রুবেল হাসান, অভিনয়ে: অপূর্ব, মেহজাবিন।

চ্যানেল নাইন

সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক: ফুচকা প্রেম। পরিচালনা: কাজী সাইফ আহমেদ। অভিনয়ে: সোহান খান, মৌমিতা প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটক: গোড়ায় গোন্ডগোল। রচনা ও পরিচালনা: মানসুর আলম নির্ঝর। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: লাভ ইজ গেইম। অভিনয়ে: মিশু সাব্বির, নদীয়া নদী প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: এখানে নোঙ্গর। পরিচালনা: মিজানুর রহমান লাবু। অভিনয়ে: ইন্তেখাব দিনার, অর্ষা, কল্যাণ প্রমুখ।