ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় মিধিলি: বঙ্গোপসাগরে ৩০০ জেলেসহ ২০ ট্রলার নিখোঁজ, উদ্ধার অভিযান শুরু

ঘূর্ণিঝড় মিধিলি: বঙ্গোপসাগরে ৩০০ জেলেসহ ২০ ট্রলার নিখোঁজ, উদ্ধার অভিযান শুরু
ফাইল ছবি

ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে গভীর বঙ্গোপসাগরের ৩০০ জেলেসহ মাছ ধরার ২০টি ট্রলার নিখোঁজ রয়েছে। এতে জেলে পল্লীতে উৎকণ্ঠা বিরাজ করছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরি এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে এফবি রিফাত নামের মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সাথে সাথেই অন্য ট্রলারের মাধ্যমে জেলেদের উদ্ধার করা হয়েছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি জানায়, জেলায় প্রায় দেড় হাজার ট্রলার সাগর মোহনায় ও গভীর সাগরে মাছ শিকার করেন। বর্তমানে সকল ট্রলার কিনারায় ফিরলেও ২০টি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের ঘটনায় জেলে পল্লীতে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের সন্ধানে কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতির উদ্যোগে নিখোঁজ জেলেদের উদ্ধারের কার্যক্রম চলছে।