ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদিতে মসজিদে জামাতে নামাজ ও জুমআর নামাজ আদায়ের বন্ধের ঘোষণা

সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ করোনা ভাইরাসের বিস্তার রোধে, জনগনের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এবং শরয়ী দৃষ্টিকোণ বিশ্লেষণ করে পবিত্র মক্কা- মদীনার হারামাইন শরীফাইন ব্যতীত অন্য সকল মসজিদে জামাতে নামাজ ও জুমআর নামাজ আদায় বন্ধ করার পক্ষে ফতোয়া দিয়েছেন। তাই আজ হতে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মসজিদে শুধু আযান হবে। আযানের শেষে মুয়াজ্জিন বলবে صلوا في بيوتكم তোমাদের ঘরেই নামাজ আদায় করো। সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) এর হাদীস তা সমর্থন করে। জুমআর দিনে বাসায় জুহরের চার রাকাত নামায আদায় করবে। বর্তমান পরিস্থিতির কারণে জামাত ছাড়া বাসায় নামাজ আদায় করলেও জামাতের সমপরিমাণ সোয়াব অর্জত হবে মর্মে উলামা পরিষদ জানিয়েছে। দলিল হিসেবে উল্লেখ করেছেন রাসুল সা: এর হাদীস (অসুস্থ ব্যক্তি ও মুসাফিরের আমলের প্রতিদান মুকীমের মতই হবে)। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ পবিত্র কোরআনের সুরা মারিয়ামের আয়াত تعاونوا على البر والتقوى এর উদৃতি দিয়ে করোনা ভাইরাসের বিস্তার রোধে, জনগনের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ পরিপূর্ণরুপে মেনে চলার উপর গুরুত্ব দেন। সবশেষে এই রোগ থেকে বেচে থাকার জন্য বেশি বেশি ইস্তিগফার, আল্লাহর দরবারে কান্নাকাটি ও দোয়া করার জন্য উপদেশ দিয়েছে সৌদি সর্বোচ্চ উলামা পরিষদ ।