ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে পিডিবির উচ্চমান সহকারীর মৃত্যু, সিভিল সার্জনসহ শনাক্ত ১৩

লক্ষ্মীপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর শাখার উচ্চমান সহকারীর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আনোয়ার হোসেন (৫৭) লক্ষ্মীপুর পৌরসভার (৬ নং ওয়ার্ডস্থ) বাঞ্চনগর গ্রামের আলি আজমের ছেলে।

সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, করোনা উপসর্গ-জ্বর, সর্দি, কাঁশি ও শ্বাসকষ্টসহ হৃদজনিত সমস্যা নিয়ে ওই ব্যক্তি সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। রাত ১০টার সময় অসুস্থতা বেড়ে তিনি মার যান। এ ঘটনায় মৃতের নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফ্ফার চৌধুরীসহ নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৬০৯ জন।

মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, সোমবার সকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফ্ফার চৌধুরী জ্বর, সর্দি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যার দিকে ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তার শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

অপরদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরের ৫টি উপজেলা ও ৪টি পৌরসভার রেড জোন চিহিৃত এলাকায় লকডাউন চলছে।