ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেকারত্ব নিয়ে ট্রলের শিকার অভিষেক

অমিতাভপুত্র অভিষেককে নিয়ে নানান কৌতুক চলে বলিউডে। আবার বিভিন্ন সময়ের তার লেখা পোস্ট নিয়ে ট্রলও হয়।

সম্প্রতি করোনা জয় করে অভিনেতা অভিষেক স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করেন। ঠিক তখনই তাকে নিয়ে আবার ট্রল।
বলা হলো সিনেমা হল খুললেও তার লাভ নেই, তিনি তো বেকার!

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিংয়ের যোগ্য জবাব দিয়েছেন অভিষেক। যেমনটা দিলেন শুক্রবার।

ভারতে সম্প্রতি ঘোষণা দেয়া হলো, ১৫ অক্টোবর থেকে সিনেমা হল খুলবে। এই খবরেই নিজের আনন্দ চেপে রাখতে পারেননি অভিষেক।

এনডিটিভির অনলাইনে প্রকাশিত একটি খবরের স্ক্রিনশট নিয়ে আনন্দ প্রকাশ করেন টুইটারে। আর এটা নিয়ে হলো রসিকতা আর ট্রল।

তার টুইটের পরিপ্রেক্ষিতে একজন লেখেন , ‘সিনেমা হল খুললেও আপনার উচ্ছ্বাস অযথা। কারণ আপনি তারপরেও ঠিক আগের মতোই জবলেস (বেকার) থাকবেন।

তবে মোটেও দমে যাননি অভিষেক, তিনি কড়া জবাব দিয়ে লিখেছেন, ‘হায়! কী দুর্ভাগ্য যে আমাদের কাজের সাফল্য নির্ভর করে আপনাদের মতো দর্শকদের হাতে।

আমাদের কাজ আপনাদের ভালো না লাগলে আমরা পরের কাজে সুযোগই পাই না। সে জন্য আমাদের সবটুকু দিয়েই আমরা আপনাদের মন জোগানোর চেষ্টা করি।’