ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ জন চাকরিচ্যুত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা ও সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী মো. সেলিম খানসহ ৩২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সই করা পৃথক পৃথক আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল-৫ এ উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। পরে তাকে সচিব দফতরে ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয়।

এছাড়া ডিএসসিসি সচিবের সই করা আলাদা আলাদা আরো দুটি দফতর আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন শ্রমিককে কর্মচ্যুত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে দফতর আদেশে উল্লেখ করা হয়েছে।