ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুতিনকে ঋষির ‘প্রচ্ছন্ন হুঁশিয়ারি’

বেলারুশের পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি। সেইসঙ্গে এই দুই নেতা রাশিয়াকে একটি কড়া বার্তা অব্যাহত পাঠানোর প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছেন। বার্তাটি হচ্ছে- রাশিয়ার হুমকি কাজ করবে না। সুনাকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরা, রয়টার্স।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনে সুনাক মাতায়ুজকে বলেছেন পূর্বদিক জুড়ে প্রতিরোধ প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাজ্য তার বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে। পাশাপাশি বাল্টিক অঞ্চলে যৌথ অভিযান বাহিনীর সঙ্গে তৎপরতা বৃদ্ধি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় নেতাই পুতিনকে একটি অব্যাহত শক্তিশালী বার্তা পাঠানোর বিষয়ে একমত হয়েছেন যে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৫৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে যেসব দেশ ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে- এর মধ্যে ব্রিটেন অন্যতম।