ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পল্টনে চলাচল বন্ধ থাকবে যতদিন, জানালো ডিএমপি

রাজধানীর পল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। ব্যারিকেড ঐ এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যতদিন এলাকাটি (পল্টন) সম্পূর্ণ নিরাপদ মনে না হবে, ততদিন এ অবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পল্টন থানার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) পরিপূর্ণ নিরাপদ মনে না করব, ততক্ষণ এই এলাকায় যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।
এই মুহূর্তে এখানে (পল্টনে) রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অবকাশ নেই বলেও জানান তিনি।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, আমরা এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে বলছি— প্লেস অব অকারেন্স (পিও)। তাদের দলীয় কার্যালয়টি কর্ডন করে রাখা হয়েছে। বিশেষজ্ঞ ও ক্রাইমসিনের লোকজন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।

পুলিশের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কিছুই হতে দেওয়া হবে না বলেও জানান বিপ্লব কুমার।