
সাড়ে ৩ ঘণ্টা পর কুয়াশার ঘনত্ব কিছুটা কমে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুরু হয়েছে ফেরি চলাচল।
শনিবার সকাল ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে যাওয়ায় নৌপথে ফেরি চলাচল চালু করে কর্তৃপক্ষ। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় যানবাহন বোঝাই তিনটি ফেরি আটকে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের (বাণিজ্য) শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ।
তিনি বলেন, পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কিছুটা হালকা হওয়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করা হয়েছে। তবে ফেরির মাস্টার ও সহযোগীদের খুব সতর্কতা অবলম্বন করে নৌপথে ফেরি চালানোর জন্য বলা হয়েছে। নৌপথে চলাচল করছে ছোট-বড় মিলে ১১টি ফেরি।