
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একটি মশারি জাল ও ১০ কেজি জাটকা জব্দ করা হয়।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।
ওইদিন রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন হিসেবে যৌথ অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। সন্ধ্যায় জব্দকৃত জাটকা স্থানীয় দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এর আগে ২৩ ও ২৪ জানুয়ারি দুদিনের বিশেষ কম্বিং অপারেশনে সাত লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল, একটি বেহুন্দি জাল, তিনটি মশারি জাল ও ৬৫ কেজি জাটকা জব্দ করা হয়। এ অভিযান চলবে বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোসফিকুর রহমান, সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেনসহ নৌ-পুলিশের সদস্যরা।