ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রুশ নিয়ন্ত্রিত হাসপাতালে ইউক্রেনের হামলা, নিহত ১৪

পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের ওব্লাস্ট অঞ্চলের নোভোআইদার শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
এ হামলায় হাসপাতালটির নার্স-চিকিৎসক এবং রোগিসহ আহত হয়েছেন আরও ২৪ জন।
শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেটের সাহায্যে এ হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি বহুল পরিচিত ও গুরুত্বপূর্ণ বেসামরিক চিকিৎসাকেন্দ্রে এমন ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ।’

রাশিয়ার এমন দাবির প্রতিক্রিয়ায় ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যারা এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউক্রেনের এ হামলায় সামরিক-বেসামরিক চিকিৎসাকর্মীসহ হাসপাতালটিতে কর্মরত অনেকেই যারা হাসপাতালটিতে স্থানীয় লোকজন এবং সেনাদের চিকিৎসা করে আসছিল দীর্ঘ সময় ধরে তাদের অনেকেই হতাহত হয়েছেন।