
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পিছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন ট্রাকের হেলপার এবং অপরজন ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের জিন্না মিয়ার ছেলে ভ্যানচালক মিলন মিয়া।
ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ঢাকাগামী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে থাকা ভ্যানের ওপরে ধাক্কা খাওয়া ট্রাকটি উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান চলন্ত ট্রাকের হেলপার ও ভ্যানচালক মিলন মিয়া। এ সময় আরো তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক দুটিও জব্দ করা হয়েছে।