ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গুলশানের আগুন

চার ঘণ্টা পর রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ১১৪ জন কর্মীর ৪ ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এরইমধ্যে আগুনের তীব্রতা কমে এসেছে, ভবনের ভেতরে প্রবেশ করছে উদ্ধারকর্মীরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখন প্রতিটি ফ্লোরে ফ্লোরে তল্লাশি চালাচ্ছে দমকল বাহিনীর সদস্যরা। এসব ফ্লোরে ডাম্পিং করছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা বিশিষ্ট ওই ভবনের সপ্তম তলায় আগুন লাগে। এতে ভবনটির ১২ ও অষ্টম তলার অনেকেই আটকা পড়েন। খবর পেয়ে আগুন নেভানোর পাশাপাশি আটকেপড়াদের উদ্ধার জোর চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।