
কিশোরগঞ্জের তাড়াইল বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রাত পৌনে ১০ টার দিকে উপজেলার সদরের বাজারটিতে আগুন লাগে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজারটিতে শতাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।