ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় বস্ত্রখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে: পাটমন্ত্রী

পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনা ও অনুপ্রেরণায় বাংলাদেশের বস্ত্রখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন ও বিকাশ ঘটেছে। তিনিই বস্ত্রখাত ও বস্ত্রশিল্প বিকাশের প্রধান পৃষ্ঠপোষক।
বুধবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ১৯তম ঢাকা আন্তর্জাতিক ফেব্রিক শো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পাটমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপায়ণের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করে শিল্পসমৃদ্ধ উন্নত সোনার বাংলা গড়ার পথে অগ্রসর হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি রূপকল্প ঘোষণা করে বাংলাদেশকে সমৃদ্ধির কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, করোনার সময় প্রধানমন্ত্রী বস্ত্রখাতসহ সব ব্যবসায়ীর জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিল্পপ্রতিষ্ঠান খুলে রাখার সাহসী সিদ্ধান্ত নেন। ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময়ও দেশে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই দেশ করোনা বিপর্যয় কাটিয়ে উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত চীনের কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, বিজেএমইএ-এর সহসভাপতি শহীদুল আজিম, বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতিম প্রমুখ।