
ভারতের দিল্লিতে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেটি। ভয়ানক সেই দৃশ্য এবার প্রকাশ্যে এসেছে।
পুলিশ ও দমকল সূত্রে জানা যায়, বুধবার (১ মার্চ) দিল্লির রোশনারা রোডে একটি চারতলা বাড়িতে আগুন লাগে যায়। ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা দমকল বিভাগে খবর দেয়। স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগে ওই ভবনে।
পুলিশ জানিয়েছে, ওই ভবনটিতে একটি সরবরাহ সংস্থার কাজকর্ম হতো। যে সময় আগুন লাগে, সে সময় সেখানে কেউ ছিল না। স্থানীয়রা প্রথমে কালো ধোঁয়া দেখতে পায়। তার পরই মুহূর্তেই ভবনের ভেতর থেকে আগুনের হলকা বেরিয়ে আসতে শুরু করে। সেই আগুন ধীরে ধীরে গোটা বাড়িকে গ্রাস করে নেয়।
আরো পড়ুন>> কলকাতায় অ্যাডিনো ভাইরাসে ৫ শিশুর মৃত্যু
ঘটনাস্থলে দমকলের ১৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলকর্মীরা যখন আগুন নেভানোর কাজ করছিলেন সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভবনটি। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে গোটা ভবন মাটিতে মিশে যায়।
ভবনটিতে আগুন লাগার পরই আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ। ফলে ভবনটি ভেঙে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিভাবে আগুন লেগেছিল, আগুনের উৎসই বা কী ছিল, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার