ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় প্রিয়াংকা মার্কেটের পাশের একটি তিনতলা ভবনে বিস্ফোরণে দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় ভবনটিতে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।
রোববার সকাল ১০টা ৫০ মিনিটে এ ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

নিহতরা হলেন— শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পথচারী খাইরুল, প্রতিষ্ঠানের কর্মকর্তা হান্নান ও শিক্ষার্থী পায়েল। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর সাইন্সল্যাবে একটি ভবনে আগুন লাগার খবর আমরা পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।