
রাজধানীর কালশীতে ১২ তলা একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
সোমবার রাত ১টায় ওই ভবনের পঞ্চম তলায় আগুন লাগে বলে জানা গেছে। যা ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান রাফি আল ফারুক। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি বলেন, আমাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের পর ধোঁয়া থেকে চারজন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।