ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শিবির সভাপতি নাছির গ্রেফতার

ঞ্চগড়ে পুলিশের ওপর হামলা ও উসকানির অভিযোগ তেঁতুলিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পঞ্চগড় শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাছির উদ্দিন তেঁতুলিয়া উপজেলার শিবির সভাপতি ও কুমারটোল এলাকার ফজলুল হকের ছেলে।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, তেঁতুলিয়া উপজেলার শিবির সভাপতি নাছির উদ্দিন গত ৩ মার্চ পুলিশের ওপর হামলার উসকানিদাতা এবং অন্যতম মাস্টারমাইন্ড। এ ঘটনায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।