ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পুরান ঢাকায় আবাসিক ভবনে আগুন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় মাঠের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো বলেন, আগুনে লাগার কারণ ও হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।