ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বর্তমান সরকারের আমলেই রাজাকারদের তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধমন্ত্রী আ কম মোজ্জাম্মেল হক বলেছেন, রাজাকারদের তালিকা বর্তমান সরকারের আমলেই প্রকাশ করা হবে। এতে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় রাজাকারদের নামও থাকবে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশে বৈধ কোনো আইন ছিল না। এরই মধ্যে একটি আইন পাস হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা) নীতিমালা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জামুকার তালিকা প্রণয়ন কমিটি নীতিমালা তৈরির কাজ করে যাচ্ছে। এ কারণে রাজাকারদের তালিকা প্রকাশ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে দেরি হলেও এ সরকারের মেয়াদেই এ তালিকা প্রকাশ করা হবে।

আ কম মোজ্জাম্মেল হক বলেন, আমরা রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করার চেষ্টা করছি। তালিকা প্রণয়ন কমিটির সভাপতি তালিকা প্রকাশের নির্ধারিত তারিখ জানাবেন।