ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ডামুড্যা আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার ১১নভেম্বর বেলা১১ টায় র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের কার্যলয়ে এসে শেষ হয়। ওই দিন র‌্যালি শেষে ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয় মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম মাদবর এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক নুহুন মাতাব্বর,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইনু বেপারী, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ গোলন্দাজ, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হেলাল, প্রচার সম্পাদক ফারুক আলম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা পৌরসভা যুবলীগ ও ডামুড্যা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কমিশনার আবু তাহের মাদবর, যুবলীগ নেতা রিমন মাদবর, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক মাহাবুব আলম, উপজেলা যুবলীগ, পৌরসভা যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ সহপ্রমূখ।