ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশ হত্যা মামলায় জেলে যুবদল-ছাত্রদলের দুই নেতা

পুলিশ হত্যা মামলায় জেলে যুবদল-ছাত্রদলের দুই নেতা
প্রতীকী ছবি

২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলী।

রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলী।

রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গতকাল রাতে ফেনী সদর এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৭।

এদিকে গতকাল পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। চাপাইনবাবগঞ্জ সদর এলাকা থেকে র‍্যাব-৫ এর একটি দল তাকে গ্রেফতার করে।