ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শরীয়তপুর ২৫০ শয্যা হাসপাতাল নতুন ভবনের ফ্লোর ব্যবহারের উদ্বোধন করেন ইকবাল হোসেন অপু এমপি

১০০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের পুরাতন ভবনে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের দ্বিতীয় ফ্লোর ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যা আগামী ২০২৪ সালের জুন-জুলাইতে চূড়ান্তভাবে সমাপ্ত হয়ে উদ্বোধন হবে।

রবিবার (১২ নভেম্বর) জেলা গণপূর্ত অফিসের আয়োজনে ও শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধানে হাসপাতালের এ ফ্লোর ব্যবহার উন্মুক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুহিবুর রহমান, জেলা বিএমএ’র সভাপতি ডা. মনির হোসেন, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএস ডা. শেখ মোস্তফা খোকন, সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস, সদর হাসপাতালের আরএমও ডা. মিতু ও পালং মডেল থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ প্রমূখ। এ সময় ইকবাল হোসেন অপু বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরা দেশ উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিব। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যাকেই নৌকা দিয়ে আওয়ামীলীগের মনোনয়ন দিবেন, আমরা তার সমর্থন করে যাব। এরপর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বৃতি দিয়ে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।