ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চতুর্থ দফা অবরোধে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন

চতুর্থ দফা অবরোধে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
ফাইল ফটো

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় রয়েছে ২৫ প্লাটুন।

সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, সারা দেশে মোট ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৫ প্লাটুন বিজিবি।

প্রসঙ্গত, বিএনপি-জামায়াতের ডাকে সারাদেশে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি চলছে। ঘোষণা অনুযায়ী, রবিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত।