
শরীয়তপুর বিচার বিভাগের উদ্যোগে ২০০৫ সনের ১৪ই নভেম্বর ঝালকাঠিতে জংগী হামলায় নিহত সাবেক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়ে ও সোহেল আহম্মেদের ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে অদ্য ১৪ নভেম্বর , ২০২৩ খ্রিঃ। শরীয়তপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক জনাব মোঃ সোহেল আহমেদ , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান , বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব শেখ তারিক এজাজ সহ শরীয়তপুর বিচার বিভাগে কর্মরত বিচারক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, আজ বিচার বিভাগের জন্য শোকাবহ একটি দিন। আজ থেকে আঠারো বছর আগে এই দিন উগ্রবাদী-জংগীরা আমাদের দুইজন বিচারককে নির্মমভাবে হত্যা করেছিলো। তারা আজ বেচে থাকলে যে পর্যায়ে থাকতেন সে তুলনায় তাদের পরিবার কিছুই পায়নি। আমি প্রত্যাশা করি রাষ্ট্র, সরকার ও বিচার বিভাগ তাদের পরিবারের সহযোগিতায় আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করবে। উগ্রবাদের মোকাবেলায় আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। আমাদের মনে রাখতে হবে গণতন্ত্রে উগ্রবাদের কোন স্থান নেই।