
মাদারীপুরের কালকিনিতে তিনদিন ব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অঙ্গ)র মাধ্যমে উপ-সহকারি কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম পরোহিত ও স্বাস্থ্যকর্মীদের অংশ গ্রহনের মাধ্যমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বারটান প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে ও কালকিনি উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণটি আজ বুধবার শেষ হয় । খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক এবং সহকারী প্রশিক্ষক মো: শামীম মন্ডল। প্রশিক্ষণে অতিথি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিবলী রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জুলফিকার আলী প্রমুখ।