
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনের সড়কে পাপিয়া ট্রান্সপোর্ট নামের ওই বাসটিতে আগুন দেওয়া হয়।
Google news
কুমিল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, বাসটি কুমিল্লা-দাউদকান্দি রোডে চলাচল করত। স্থানীয়রা আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী কলেজছাত্র মামুন বলেন, পাসপোর্ট অফিসের সামনে আমরা কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি একটি মোটরসাইকেলে দুই যুবক এসে বাসে পেট্রোল বোমা মেরে শহরের দিকে পালিয়ে যায়। চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।