
ভোলার শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা মৃধা রুহুল আমিন ও বীর মুক্তিযুদ্ধোর সন্তান ওয়ার্ড যুব লীগ নেতা মনির মোল্লাকে অপহরণ ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভোলা তিন আসনের সাংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের মদদে জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল মিয়া এই শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানকে নির্যাতন করেন। এছাড়া একই উপজেলার বদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিরনের নেতৃত্বে আর এক বীর মুক্তিযুদ্ধোর সন্তান ওয়ার্ড যুব লীগ নেতা মনির মোল্লার কে ও অপহরণ এবং পাশবিক নির্যাতন চালানো হয় ।
মানবন্ধনে শহীদ পরিবারের সদস্যদের নির্যাতনকারী ও তাদের হুকুমদাতাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড নেতৃবৃন্দ।