ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কালকিনিতে ঘূর্ণিঝড় মিধিলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মাদারীপুরের কালকিনিতে ঘূর্ণিঝড় মিধিলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। আজ রোববার সকালে নিহতের নিজ বাড়িতে গিয়ে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, সহকারি প্রকৌশলী তনু চন্দ্র কর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল আলম সরদার প্রমুখ। উল্লেখ্য গত শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় মিধিলিতে গাছ পরে গৃহবধু সাহানাজ বেগম নিহত হন। নিহত সাহানাজ বেগম উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের সোবাহান মৃধার স্ত্রী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, ঘূর্ণিঝড়ে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।