
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। বুধবার (১৪ জুন) সকাল ১০টায় খেলাটি শুরু হবে। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু হলো লিটন দাসের। তবে প্রথম ম্যাচে টসভাগ্য তার পক্ষে ছিল না। সবুজ উইকেটের সুবিধা লাগাতে আফগানিস্তান ফিল্ডিং নিয়েছে। লিটনও জানিয়েছেন টস জিতলে ফিল্ডিংয়ই নিতেন তিনি।
বাংলাদেশ একাদশ
বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার দুই স্পিনার নিয়ে। তামিম ইকবাল ছিটকে যাওয়ায় ওপেনিং করবেন জাকির হাসান-মাহমুদুল হাসান জয়। একাদশে এসেছে তিন পরিবর্তন। তামিমের মতো ইনজুরির কারণে এই টেস্ট খেলছেন না সাকিব। বাদ পড়েছেন খালেদ আহমেদ।
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিমুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
৫ জন অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার নিয়ে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। তাদের মধ্যে দুজনের অভিষেক হচ্ছে। প্রথমবারের মতো সাদাপোশাকে খেলবেন নিজাতুল্লাহ মাসুদ-করিম জানাত।
রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, ইব্রাহিম জাদরান,আব্দুল মালিক, নাসির জামাল, আফসার খান জাজাই, করিম জানাত, জহির খান, আমির হামজা, নিজাতুল্লাহ মাসুদ ও মোহাম্মদ ইয়ামিন।