
মশার লার্ভা নিধনের জৈব কীটনাশক বিটিআই সরবরাহে জালিয়াতির অভিযোগে চীনের এক নাগরিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২১ আগস্ট) রাতে গুলশান থানায় এ মামলার দায়ের করা হয়। আসামিরা হলেন—মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলাউদ্দিন, নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন এবং চীনের নাগরিক লি কিউইয়াং।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী রাইজিংবিডিকে বলেছেন, তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে মশার লার্ভা নিধনের জৈব কীটনাশক বিটিআই সরবরাহের নামে জালিয়াতি করেছে। সিটি কর্পোরেশনের প্রাথমিক তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে