ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

মহাসমাবেশ চলাকালে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Google news
রোববার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের মধ্যে দৈনিক বাংলার মোড় এলাকায় এক পুলিশ কনস্টেবল নিহত হন।

গতকাল বিকেলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিরুল ইসলাম পারভেজ নামের ওই পুলিশ কনস্টেবলের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। তিনি দৈনিক বাংলা মোড়ে দায়িত্বরত ছিলেন।

পুলিশ কর্মকর্তরা জানান, রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪১ পুলিশ সদস্য আহত হয়েছেন।