ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিয়েতনামে ভূমিধসে নিখোঁজ ২২ সেনার মধ্যে ১৪ জনের লাশ উদ্ধার

ভিয়েতনামের একটি সামরিক ব্যারাকে রোববার ভয়াবহ ভূমিধসে দুই জেনারেলসহ ২২ সেনা চাপা পড়ে। পরে তাদের মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও বাকি আটজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। অক্টোবরের শুরু থেকে প্রবল বৃষ্টিপাতে শুরু ভয়াবহ বন্যার কারণেই এ ভূমিধস হয়। খবর ডয়েচে ভেলে ও রয়টার্সের।

নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চলছে। টানা বর্ষণে সৃষ্ট ভূমিধসে গত এক সপ্তাহে দেশটিতে ৬৪ জনের প্রাণহানি হয়েছে।

রোববার স্থানীয় সময় সকালে মধ্যাঞ্চলীয় প্রদেশ কোয়াং ছিতে দেশটির চতুর্থ সামরিক অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকটি ওই ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে।

পার্শ্ববর্তী প্রদেশ থুয়া থিয়েন হুয়ে ভূমিধসের ঘটনায় ১৩ জন নিহত হওয়ার কয়েক দিন পরই এ ভূমিধসের খবর এলো। ওই দিনের ভূমিধসেও নিহতদের বেশিরভাগই ছিলেন দেশটির সামরিক বাহিনীর সদস্য।

দেশটির সহকারী প্রতিরক্ষামন্ত্রী ফান ভান গিয়াং বলেন, আমরা আরও একটি বিনিদ্র রাত পার করলাম।

দেশটির সরকার এক ফেসবুকে পোস্টে লিখেছে– প্রাকৃতিক বিপর্যয়ে দুই জেনারেল এবং আরও বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাসহ এর আগে আমরা এত বেশি সামরিক সদস্যকে কখনই হারাইনি।

অক্টোবরের শুরু থেকে ভারী বৃষ্টির কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলে কয়েক বছরের মধ্যে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। প্রাণ হারিয়েছেন ৮০ জনের বেশি। আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।