ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জেরুজালেম পৌরসভায় ট্রাম্পকে চাকরির প্রস্তাব!

দায়িত্ব পালনকালে একটু অবসর পেলেই গলফ খেলতে ফ্লোরিডার মার-এ-লাগোয় চলে যেতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ছাড়া আরও একটি কাজ করার জন্য অনেক আলোচিত-সমালোচিত তিনি। সেই কাজটা আর কিছুই নয়, কাজের ফাঁকে ফাঁকে একটার পর একটা টুইট করতেন। বলা যায় টুইটের ফাঁকে ফাঁকে কাজ করতেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যেও তার ব্যতিক্রম দেখা গেল না। একটু একটু করে যখন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরে যাচ্ছেন, তখনও গলফ খেলেছেন তিনি।

পর্যবেক্ষকরা বলছেন, খুব শিগগির দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন ট্রাম্প। তখন আমোদ-প্রমোদ যা খুশি করার অফুরন্ত অবসর পাবেন তিনি।

আর এই অবসর সময়টা যেন কাজে লাগাতে পারেন এ জন্য আগভাগেই তাকে চাকরির প্রস্তাব দিয়ে রেখেছে জেরুজালেম পৌর কর্তৃপক্ষ। খবর জেরুজালেম পোস্টের।

 

ফিলিস্তিনিদের এ শহরটি জবরদখল করে রাখা ইসরাইল এ পৌরসভা কর্তৃপক্ষ বলে দাবি করে আসছে।

ট্রাম্পের সহয়োগিতার প্রতিদান হিসেবে তাকে পৌরসভার যে কোনো গুরুত্বপূর্ণ পদে চাকরির প্রস্তাব দিয়ে তা জেরুজালেম পৌরসভার নোটিশ বোর্ডে ও নিজস্ব ওয়েবসাইটে আপ করা হয়।

সমালোচনার মুখে ওই বিজ্ঞপ্তি পরে প্রত্যাহার করে নেয় জেরুজালেম পৌর কর্তৃপক্ষ।