ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফাইজারের ভ্যাকসিন জরুরি ব্যবহারের বৈধতা দিল ডব্লিউএইচও

করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বৈধতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বুধবার করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ভ্যাকসিন হিসেবে ফাইজারের নাম তালিকাভুক্ত করেছে সংস্থাটি।

ডব্লিউএইচও জানায়, গত বছর চীন থেকে ছড়ানো করোনাভাইরাসের প্রতিরোধ হিসেবে ফাইজার-বায়োটেকের ভ্যাকসিনকে জরুরি ভিত্তি গ্রহণের অনুমোদন দেয়া হয়েছে।

ডব্লিউএইচও এর ঊর্ধ্বতন কর্মকর্তা মারিয়াংগেলা সিমাও বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দেয়া বিশ্বের জন্য একটি বিশাল ইতিবাচক অগ্রগতি।

তিনি এক বার্তায় জানান, বিশ্বের সবজায়গায় থাকা জনগণকে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যে আমি একটি বিশাল বৈশ্বিক চেষ্টার প্রয়োজন যার মাধ্যমে যথেষ্ট ভ্যাকসিন যোগান দেয়া যাবে।

ডব্লিউএইচও জানায়, জরুরি ভিত্তিতে ভ্যাকসিন তালিকাভুক্ত করায় বিশ্বের বিভিন্ন দেশ ফাইজারের ভ্যাকসিনটি আমদানি ও বিতরণ করতে পারবে।

গত ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দেয়। এরপর ৮ ডিসেম্বর এর প্রয়োগ শুরু হয়।