ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে জুসের কারখানায় আগুন, ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুসের কারখানায় আগুনের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রূপগঞ্জের কাঞ্চন, ডেমরা, আদমজি, ঢাকা, ও নারায়ণগঞ্জ স্টেশন থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানার ভেতরে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর উদ্ধার কর্মীরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সোনারগাঁ-রূপগঞ্জ জোনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় সন্ধ্যায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুনের নেভানোর চেষ্টা শুরু করে।

তিনি বলেন, এটি একটি ফুড বেভারেজ কারখানা। এখানে জুসসহ কোমল পানীয় তৈরি করা হয়।

তিনি আরও জানান, আগুনে ওই কারখানায় অনেক শ্রমিক আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। আগুন লাগার পর ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে ২ নারী শ্রমিক আহত হয়। পরে তাদের উদ্ধার করে ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।