ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং জ্বর এবং বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।
সংবাদ মাধ্যমটি জানায় গত সোমবার থেকেই সাবেক এই ভারতীয় প্রধানমন্ত্রীর জ্বর ছিল।

জানা যায়, ৮৮ বছরের বর্ষীয়ান এই কংগ্রেস নেতা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। আপাতত ফ্লুয়িড দেওয়া হয়েছে তাকে। চলতি বছর ১৯ এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। পরে করোনাকে হারিয়ে দিল্লির এইমস থেকে ছাড়া পান তিনি।

এর আগে ২০২০ সালের মে মাসে বুকে ব্যথা নিয়ে একবার এইমসে ভর্তি হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০০৯ সালে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছিল। তবে, কংগ্রেসের দাবি রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্যই এবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে মনমোহনকে।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দু’দফায় ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকা প্রবীণ এই কংগ্রেস নেতার ১৯৯০ এবং ২০০৯ সালে দু’বার হার্ট-বাইপাস সার্জারি হয়েছে। তার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে।