ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে বাড়লো শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১০৭ জনে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি, বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৩৯৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ২ হাজার ৪৫৮ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৯৮ হাজার ৩৮৯ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হিসাবে শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ।

এতে জানানো হয়, গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫১ হাজার ২৮৭ জনে।

এর আগে, সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় মারা গিয়েছিলেন তিনজন। ঐ সময়ে ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হন ২ হাজার ২৩১ জন। সে হিসাবে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।