ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাবেক ক্রিকেটার এএসএম ফারুক আর নেই

সাবেক ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য ও কাউন্সিলর এএসএম ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ঢাকায় মারা গেছেন।

তারা বয়স হয়েছিল ৭৫ বছর।

এক শোকবার্তায় বিসিবি এএসএম ফারুকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

১৯৭১ সালে স্বাধীনতার পর মেরিলিবোন ক্রিকেট ক্লাবে (এমসিসি) প্রথম সফরকারী দল হিসেবে ফারুক বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন। প্রশাসক হিসেবে তিনি বিসিবির সাথে বিভিন্ন ভূমিকা পালন করেছেন।

২০০৩ বিশ্বকাপে এবং ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯বিশ্বকাপে ফারুক বাংলাদেশ দলের টিম ম্যানেজার ছিলেন। ২০০৭ সালে তিনি বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির নেতৃত্ব দেন এবং তিনি বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান গঠিত টেকনিক্যাল কমিটির সদস্য ছিলেন।

ফারুক আফ্রো-এশিয়া কাপ ২০০৭ চলাকালীন এশীয় দলের নির্বাচক ছিলেন। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটাররদের মধ্যে মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবাল সেই খেলায় অংশ নিয়েছিলেন।