ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই বাসে আগুন

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Google news
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ আগুন লাগে।

রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধের নবাবের বাগ উওরপাড়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।